নিজস্ব প্রতিনিধি : দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার অমি আহম্মেদ এর ছোট বোন রাইসার আজ শুভ জন্মদিন।
রাইসার জন্মদিনে তার বড় ভাই অমি আহম্মেদ তার আত্মীয়-স্বজন ও দেশবাসীর কাছে ছোট বোনের জন্য দোয়া চেয়েছেন।
সেই সাথে ছোট বোনের জন্মদিনে তার লেখনির মাধ্যমে উপদেশ ও কবিতা তার জন্য উৎসর্গ
করেছেন।
অমি আহম্মেদ তার বোন কে লিখেছেন, তুমি আমার সাথে একে তিনটি – একটি বোন, একটি দেহরক্ষী এবং একটি ভাল বন্ধু!
স্বপ্ন গুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক। দু:খ গুলো দূরে যাক সুখে জীবনটা ভরে যাক। জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমার জন্য।
দোয়া করি বিশেষ এই দিনটি সহ তোমার জীবনের প্রতিটা দিন – প্রতিটা মুহূর্ত হোক আনন্দময়। শুভ জন্মদিনে নতুন স্বপ্ন দেখো এই কামনা করি।
এদিকে পত্রিকার স্টাফ রিপোর্টার অমি আহম্মেদ এর ছোট বোন রাইসার জন্মদিনে দৈনিক উপচার পত্রিকার পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।